সিলেটটুডে ডেস্ক

১০ অক্টোবর, ২০১৫ ১৮:৫০

পালাচ্ছে আইএস, তিনশ’ জঙ্গি নিহতের দাবি রাশিয়ার

সিরিয়ার পালমিরা নগরী বিধ্বস্ত করে ইসলামী জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট-আইএস এখন যাচ্ছে দেশটির নর্থ অালেপ্পোর একটি গ্রামের দিকে। বিবিসি’র এক সংবাদে এটা জানা গেছে।

পর্যবেক্ষক কেন্দ্রের রামি আব্দেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে জানায়, আইএস জঙ্গিরা অালেপ্পোর শহর থেকে ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে জঙ্গি ক্যাম্প গড়েছে।

রহমান আরো জানায়, আইএস কখনোই অালেপ্পো শহরের দিকে আসবে না, এটি সিরিয়ার দ্বিতীয় বড় শহর। আইএস চাইবে এখান থেকেই শহরের দিকে আক্রমণ চালাতে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিজেদের গুটিয়ে নিয়ে শহর থেকে পালাচ্ছে আইএস জঙ্গিরা।

মস্কো এক বিবৃতিতে জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় কমপক্ষে ৩শ’ আইএস জঙ্গি বিমান হামলায় নিহত হয়েছে।

লন্ডনভিত্তিক সিরিয়ান হিউম্যান রাইটস অবজারভেটরি জানিয়েছে, অ্যালাপ্পোর যে গ্রামে আইএস খুঁটি গেড়েছে সেখানেও বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় বিমান হামলায় কমপক্ষে ২০ জনের মতো জঙ্গি নিহত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত