আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২০ ১৪:১৭

আল কায়েদার উত্তর আফ্রিকা প্রধান নিহত

আফ্রিকার সাহেলে ফ্রান্সের সেনাবাহিনী ও তার মিত্রদের এক যৌথঅভিযানে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেব (একিউআইএম) প্রধান আবদেল মালেক দ্রৌকদেলের মৃত্যু হয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে'র বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

এদিকে মালিতে পরিচালিত ওই 'দুঃসাহসী' অভিযানে সাম্প্রতিক সময়ে নাইজার, মালি এবং বুরকিনা ফাসোয় ক্রমিক হামলা চালিয়ে যাওয়া ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এবং একিউআইএমের যৌথ নেতৃত্বের শীর্ষ সদস্যরা প্রাণ হারিয়েছেন এবং যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন বলে ফ্রান্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসের ১৯ তারিখে পরিচালিত ওই অভিযানে মৃত আবদেল মালেক একই সঙ্গে জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিনের (জেএনআইএম) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও, ৪০ বছর বয়স্ক এই দুর্ধর্ষ জঙ্গিনেতার নেতৃত্বে অনেক প্রাণঘাতী হামলা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তার মধ্যে অন্যতম ২০১৬ সালে বুরকিনা ফাসোর এক হোটেলে হামলা চালিয়ে ৩০ এর বেশি বেসামরিক মানুষকে হত্যা।

আপনার মন্তব্য

আলোচিত