আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০১৫ ০৯:৩৫

তুরস্কে শান্তি সমাবেশে বোমা হামলা : নিহতের সংখ্যা বেড়ে ৯৫

তুরস্কের আংকারায় শান্তি সমাবেশে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯৫ জন। শনিবারের এ ঘটনায় আরও ২৪৫ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মেজিনোলু জানিয়েছেন।আহতদের মধ্যে ৪৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার পর তুরস্কের প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এই হামলার হতাহতরা বেশির ভাগি কুর্দি সমর্থিত এইচডিপি পার্টির সমর্থক, তারা এই হামলার জন্য সরকারকেই দায়ী করছে।

বিস্ফোরন দুটি ঘটে শহরের কাছে সেন্ট্রাল রেল স্টেশনের কাছে। বামদল গুলোর আয়োজনে সভায় যখন মানুষজন জড়ো হচ্ছিল ঠিক তখনি এই জোরা বিস্ফোরন হয়।

বলা হচ্ছে তুরস্কে এই ধরণের ভয়াবহ হামলা এর আগে হয়নি। প্রধানমন্ত্রী আহমেত ডাভুটোগু দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

তিনি বলেছেন এই হামলা দুইজন আত্মঘাতী হামলা কারি ঘটিয়েছেন সেটার প্রমাণ তাদের রয়েছে।

বিবিসি

আহত একজনকে হাসপাতালে নেয়া হচ্ছে(এএফপি)

প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন দেশটির পার্লামেন্টারি নির্বাচনের তিন সপ্তাহ আগে এই হামলা বলে দেয়ে এটা একটা সন্ত্রাসী-কার্যক্রম। তিনি তুর্কমেনিস্তানে তার নির্ধারিত সফর বাতিল করেছেন।

তুরস্কের সরকার এবং পিকেকে গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেটা সমাপ্তির দাবি জানিয়ে বামদলগুলো ঐ সভার আয়োজন করে।

স্থানীয় সময় দুপুর ১২ টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু সকাল ১০ টার দিক যখন মানুষজন সভাস্থলে আসতে শুরু করে তখনি বিস্ফোরন দুটি হয়।

কুর্দি সমর্থিত এইচডিপি পার্টি ছিল ঐ সভায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে একটি। তারা একটি বিবৃত্তিতে জানিয়েছে তারা বিশ্বাস করে দলটির সদস্যরাই ঐ হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলার জন্য দলটি সরকারকে দায়ী করছে এবং আসন্ন নির্বাচন সম্পর্কিত সব সভা বাতিল করেছে।

মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের ঘনিষ্ঠ বন্ধু এই তুরস্ক রাষ্ট্রটি রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতি, পিকেকে-র সাথে সংঘর্ষ, ইসলামিক স্টেটের হুমকি এবং ২০ লক্ষ শরণার্থী সমস্যা নিয়ে হিমশিম খাচ্ছে। এর মধ্যে আংকারাতে এই হামলা সংকেত দিচ্ছে তুরস্ককে একটা অন্ধকার সময় এখন মোকাবেলা করতে হচ্ছে।

এদিকে তুরস্কে এই হামলায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আপনার মন্তব্য

আলোচিত