সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৫ ১০:৪৯

দেশে পুতিনের জনসমর্থন বাড়ছে

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শুরুর পর রাশিয়ায় প্রসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জনসমর্থন বাড়ছে।

রাশিয়ার স্বতন্ত্র প্রতিষ্ঠান ‘রাশিয়ান পোলেস্টার লেভাদা সেন্টার’ পরিচালিত এক জরিপে রাশিয়ারশতকরা ৭২ ভাগ নাগরিক এ অভিযানকে সমর্থন করেছে বলে প্রকাশ।  

জরিপে অংশ নেয় ১,৬০০ মানুষ এবং তাদের মধ্যে ৭২ ভাগ সামরিক অভিযানের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। জরিপে অংশ নেয়া শতকরা ১৪ ভাগ মানুষ বলেছে, তারা এ হামলার বিরোধিতা করে।

আবার ১৪ ভাগ মানুষ সিরিয়ায় রুশ হামলার বিষয়ে বলেছে, তাদের কোনো মতামত নেই।

জরিপে অংশ নেয়া ৪৭ শতাংশ রুশ নাগরিক মনে করে সিরিয়ায় বাশার আল-আসাদেরই ক্ষমতায় থাকা উচিত। আর ২৮ শতাংশ মানুষ মনে করে, সিরিয়ার চলমান দ্বন্দ্বে রাশিয়ার না জড়ানো ভালো।

সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে আলাদা আলাদাভাবে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলছে, যারা আসাদ এবং আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া তাদেরই ওপরই বিমান হামলা চালাচ্ছে। মার্কিন অভিযোগ অস্বীকার করছে রুশরা

আপনার মন্তব্য

আলোচিত