সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ অক্টোবর, ২০১৫ ১২:১৪

আইএসের বিরুদ্ধে যুদ্ধবিমান প্রত্যাহার করছে কানাডা

কানাডায় লিবারেল পার্টির নির্বাচনে জয়লাভের কয়েক ঘন্টার মধ্যেই ইরাক ও সিরিয়ায় আইএস বিরোধী অভিযান থেকে কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ঘোষণার আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট বারাম ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলেন। তবে এ বিষয়ে তিনি কোনো সময়সীমা উল্লেখ করেননি।

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রুডো সিএফ-১৮ যুদ্ধবিমান বহরকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন, যেগুলো ২০১৬ সালের মার্চ পর্যন্ত আইএস বিরোধী অভিযানে দেশ দু’টিতে রাখার কথা ছিলো।

দেশটির গত সোমবারের জাতীয় নির্বাচনে জয়লাভ করেন ট্রুডো। কানাডায় প্রায় এক দশক পরে কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারকে হারিয়ে ক্ষমতায় এলো লিবারেল পার্টি।

জাস্টিন ট্রুডো হাইস্কুল শিক্ষক ছিলেন। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী পিয়েবে ট্রুডোর বড় ছেলে।

আপনার মন্তব্য

আলোচিত