সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০২৪ ১৩:৫০

আপিল খারিজ, ব্রিটেন ফেরা হচ্ছে না শামীমার

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে ২০১৫ সালে যুক্তরাজ্য থেকে সিরিয়ায় পালিয়ে যাওয়া শামীমা বেগম ব্রিটেনে ফিরতে পারছেন না।

বিবিসি জানিয়েছে, নাগরিকত্ব ফিরে পাওয়া নিয়ে শামীমার আপিল শুক্রবার যুক্তরাজ্যের আদালত খারিজ করে দিয়েছে। অর্থাৎ তিনি আর ব্রিটেনের নাগরিক নন।

বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। কিন্তু আট বছর আগে ব্রিটেন থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেয়ার কারণে তার নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার।

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত বছরের অক্টোবরে লন্ডনের আপিল আদালতে মামলা করেন শামীমা।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৪টার পর শামীমার আপিল মামলার রায় দেয় ব্রিটিশ আদালত। রায়ে জানানো হয়, আইনগতভাবেই শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেছিল ব্রিটিশ সরকার এবং বর্তমানে সিরিয়ায় বসবাসরত শামীমা বেগমের যুক্তরাজ্যে ফেরত আসার আর কোনও সম্ভাবনা নেই।

প্রধান বিচারপতি বলেছেন, শামীমা বেগমের মামলায় বিষয়ে সিদ্ধান্ত দেয়া কঠিন হলেও, তিনি নিজেই তার দুর্ভাগ্যের ভিত্তি রচনা করেছেন।

আদালতের এই রায়ের পর সন্তোষ প্রকাশ করেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘ব্রিটেনের জাতীয় নিরাপত্তা রক্ষা করাটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর তা করতে গিয়ে আমরা যে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নেব।’

আপনার মন্তব্য

আলোচিত