সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৫ ১৬:১৮

কানাডার জাতীয় নির্বাচনে লিবারেলদের জয়

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বলছে, কানাডার পার্লামেন্ট নির্বাচনে জাস্টিন ত্রুদোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয় লাভ করেছে। পার্লামেন্টে তৃতীয় অবস্থানে থেকে প্রচারণা শুরু করে দলটি সংখ্যাগরিষ্ঠ আসন পেতে যাচ্ছে।

এর মধ্যদিয়ে দেশটিতে কনজারভেটিভদের প্রায় এক দশকের শাসন অবসান হতে যাচ্ছে।

৪৩ বছর বয়সী ত্রুদো দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ত্রুদোর ছেলে। পিয়েরে ত্রুদোকে আধুনিক কানাডার জনক হিসেবে মান্য করা হয়।

নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চিত হওয়ার পর জাস্টিন ত্রুদো বলেন, প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই কানাডিয়ানরা ভোট দিয়েছেন।

ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানমন্ত্রী স্টিফের হার্পার নির্বাচনে আগাম পরাজয় স্বীকার করে নিয়ে দলটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

কানাডার নির্বাচনী ইতিহাসে এবারই সবচে দীর্ঘ সময় ধরে প্রচারণা চালানো হয়েছে। জরিপে দলগুলোর মধ্যে ব্যবধান ছিল সামান্যই।

ফলে এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন বলে অভিহিত করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হার্পার বলেছেন, তিনি ইতোমধ্যে ত্রুদোকে অভিনন্দন জানিয়েছে।

তিনি আরো বলেন, কনজারভেটিভরা নির্বাচনের ফলাফল দ্বিধাহীন মেনে নেবে।

হার্পারের ওই ঘোষণার কিছুসময় পরই ত্রুদো তার সমর্থকদের উদ্দেশে বলেন, কানাডার জনগণ আজ রাতে একটি পরিষ্কার বার্তা দিয়েছে- পরিবর্তনের এখনই সময়।

এ সময় তিনি প্রধানমন্ত্রী হার্পারকে দেশকে সেবা দেওয়ার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

খুব কম সংখ্যক মানুষই ভাবতে পেরেছিল লিবারেলরা এত বড় জয় অর্জন করবে। লিবারেলরা এখন ১৮৪ আসনে জয়ের প্রান্তে। অথচ এই দলটিই ২০১১ সালের নির্বাচনে মাত্র ৩৬টি আসন পেয়েছিল।

পার্লামেন্টে তৃতীয় স্থানে থাকা কোনো দল পরের নির্বাচনেই সংখ্যাগরিষ্ঠ আসনে জয় অর্জন করার ঘটনা দেশটির ইতিহাসে এবারই প্রথম।

জানা গেছে, বামপন্থি নিউ ডেমক্রেটিক পার্টি (এডিপি) ৪৪ টি আসনে জয় পেতে যাচ্ছে। আগের পার্লামেন্টেই দলটির আসন ছিল এর দ্বিগুণেরও বেশি।

এনডিপি নেতা টম মুলকারও ত্রুদোকে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন।

কানাডার পার্লামেন্টে মোট আসন ৩৩৮টি। জনগণের প্রত্যক্ষ ভোটে এই আসনের আইন প্রণেতারা নির্বাচিত হন। পরবর্তী সময়ে পার্লামেন্টের সদস্যদের ভোটে নির্বাচিত হন প্রধানমন্ত্রী।

আপনার মন্তব্য

আলোচিত