সিলেটটুডে ডেস্ক

১৫ মে, ২০২১ ১৯:১১

ইসরায়েলের বোমা হামলায় আল জাজিরা ভবন নিশ্চিহ্ন

গাজা ভূখণ্ডের একটি ভবন বিমান হামলায় গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এই ভবনে আল-জাজিরা ও বার্তা সংস্থা এপির দপ্তর অবস্থিত।

তবে ওই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ছবিতে দেখা যায়, বোমা হামলার পর পুরো ভবন মাটির সঙ্গে মিশে যায়।

হামলার এক ঘণ্টা আগে ভবনের অধিবাসীদের বোমা হামলার ব্যাপারে সতর্ক করা হয়।

গাজায় গত সোমবার থেকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ১৩৯ ফিলিস্থিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু ও ২২ নারীও রয়েছেন।

এছাড়া গাজা থেকে ছোড়া হামাসের রকেটে আটজন ইসরায়েলি নিহত হয়। এর মধ্য পাঁচ বছর বয়সী একটি শিশু ও এক সেনা রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত