ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৫ ১২:০৯

শরণার্থীদের জঙ্গি বলতে নারাজ জার্মানি

প্যারিসে হামলাকারী এক আত্মঘাতী জঙ্গির কাছ থেকে সিরীয় পাসপোর্ট পাওয়ার পর ইউরোপের দেশগুলোতে শরণার্থী বিশেষ করে শরণার্থীদের বিরোধী বিদ্বেষ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শরণার্থীদের জঙ্গি বলতে নারাজ জার্মানি।

জার্মানি বলছে, শরণার্থীরা জঙ্গি নয়।

জার্মানির বিচারমন্ত্রী হাইকো মাস সোমবার বলেছেন, প্যারিসে হামলা চালানো জঙ্গি আর ইউরোপে আশ্রয় নিতে আসা উদ্বাস্তুদের মধ্যে তড়িঘড়ি কোনও যোগসূত্র খুঁজে বের করাটা ঠিক হবে না। কারণ, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে চলমান বিতর্ক উসকে দিয়ে সেই পরিস্থিতির সুযোগ নিতে চায়।

এর আগে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীও  অনেকটা এই সুরেই কথা বলেছিলেন।

সোমবার জার্মান বিচারমন্ত্রী সরকারি বেতার সংস্থা এ আর ডি’কে বলেছেন, খুব সতর্কভাবে এই পরিস্থিতি সামাল দিতে হবে। কারণ আই এস জঙ্গিরা কুখ্যাত জাল পাসপোর্টের মতো ভুয়া সূত্র ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।

এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টও একই কথা বলেছেন। তাদের  আশঙ্কা, জঙ্গি হামলার ভয়ে ইউরোপের দেশগুলো যদি শরণার্থীদের ঢুকতে না দেয়, তা হলে গোটা বিশ্ব জুড়ে এক ভয়াবহ সঙ্কট তৈরি হবে। এর ফলে প্রকারান্তরে লাভবান হবে আই এস জঙ্গিরাই।

আপনার মন্তব্য

আলোচিত