ইন্টারন্যাশনাল ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৮

লন্ডনে ‘সন্ত্রাসী’ হামলায় ৩ জন আহত

পূর্ব লন্ডনের একটি টিউব স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন যাত্রী আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর।

যুক্তরাজ্যের পুলিশ এই হামলার এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে দেখছে।

শনিবার (৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে লন্ডনের লেটনস্টোন স্টেশনে যাত্রীদের লক্ষ্য করে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। এক হামলাকারী ছুরি নিয়ে যাত্রীদের ওপর ঝাপিয়ে পড়েন। এতে তিন যাত্রী আহত হয়েছেন। এদের একজনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী সেসময় চিৎকার করে বলতে থাকে, ‘এটা সিরিয়ার জন্য’। এ ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলছেন ,‘আমরা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে ওই হামলার পর সেন্ট্রাল লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে বলে জানা গেছে।

হামলা সম্পর্কে লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন ,লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক। আর এই হামলাকে পুরাপুরি শয়তানের কাজ হিসেবে উল্লেখ করেছেন লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন।

আপনার মন্তব্য

আলোচিত