সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০২২ ০১:০৬

রুশ হামলায় ৫৩ বেসামরিক নাগরিক নিহত, দাবি চেরনিহিভের গভর্নরের

বুধবার থেকে উত্তর ইউক্রেনের শহর চেরনিহিভে রাশিয়ান বাহিনীর হাতে অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন চেরনিহিভের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ চাউস।

বৃহস্পতিবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ম্যাসেজিং সার্ভিস টেলিগ্রামে ভ্যাচেস্লাভ চাউস জানান, শত্রুপক্ষ আঞ্চলিক কেন্দ্রে ক্রমাগত আর্টিলারি এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে।

চেরনিহিভের আঞ্চলিক গভর্নর আরও জানান, আমরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি। শুধুমাত্র গত দিনেই ৫৩টি মরদেহ শহরের মর্গে পৌঁছে দেওয়া হয়েছে। তাদের সবাই বেসামরিক নাগরিক।

চাউস বলেন, ক্রমাগত গোলাবর্ষণ সত্ত্বেও স্থানীয় কর্তৃপক্ষ শহরের কিছু অংশে বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করছে।

এমন পরিস্থিতিতে চেরনিহিভ শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য একটি মানবিক করিডোর খুলে দেওয়ার জন্য রাশিয়ান সেনাদের সাথে আরেক দফা আলোচনার ঘোষণা দিয়েছেন গভর্নর ভ্যাচেস্লাভ চাউস।

আপনার মন্তব্য

আলোচিত