সিলেটটুডে ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২ ১৭:৪৭

রাজার সঙ্গে ঋষি সুনাকের সাক্ষাৎ, প্রধানমন্ত্রিত্বের আনুষ্ঠানিক ঘোষণা

বাকিংহাম প্যালেসে যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। রাজ প্রাসাদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ঋষি সুনাককে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাজা তৃতীয় চার্লস।

এরপর লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে যান নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক (৪২)। রাজার ঘোষণার মধ্য দিয়ে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভুত সুনাক। ব্রিটেনের ২০০ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী তিনি।

গতকাল সোমবার ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি জানা যায়। সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালে আরেক প্রতিদ্বন্দ্বি পনি মরড্যান্ট পর্যাপ্ত সংখ্যক পার্লামেন্ট সদস্যের সমর্থন পেতে ব্যর্থ হলে সুনাকের প্রধানমন্ত্রিত্ব এবং কনজারভেটিভ পার্টি প্রধানের দায়িত্ব অনেকটাই নিশ্চিত হয়ে যায়। আজ তা আনুষ্ঠানিকতা পেল। সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত