সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২ ১২:৩৩

ইস্তাম্বুলে বিস্ফোরণ: বোমা রেখে যাওয়া ব্যক্তি গ্রেপ্তার

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনায় বোমা রেখে যাওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লুর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর টুইটার অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।

সুলেমান সোয়লু বলেন, গ্রেপ্তার ব্যক্তি ব্যস্ত রাস্তায় বোম ছুঁড়ে মারেন, যা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের ধারণা, ভয়াবহ এই সন্ত্রাসী হামলার আদেশ উত্তর সিরিয়ার আইন আল-আরব থেকে এসেছে।

তিনি আরও বলেন, বিস্ফোরণে মৃতের সংখ্যা ছয় থেকে বেড়ে আটজন হয়েছে এবং ৮১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জঘন্য সন্ত্রাসী হামলায় দায়ীদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের আট জন নিহত ও ৮১ জন আহত হন। এ ঘটনায় এখনও কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ বিস্ফোরণকে বোমা হামলা অভিহিত করেছে। তিনি বলেন, গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী এটা সন্ত্রাসী হামলা বলেই মনে হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত