আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২ ১২:৪৯

নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ

সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ। গতকাল রোববার দিনের মধ্যভাগ নাগাদ এ দায়িত্ব অর্পণ করা হয় তাঁর হাতে।

জেরুজালেমে এক অনুষ্ঠানে হেরজগ বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু, আমি আপনাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’ আদেশ গ্রহণ করে নেতানিয়াহু সব ইসরায়েলির হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি—এটি আমার দায়িত্ব।’

বর্তমানে আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়ছেন ৭৩ বছর বয়সী নেতানিয়াহু। তাঁর হাতে অন্তত ২৮ দিন সময় রয়েছে জোট সরকার গড়ে তোলার জন্য।

নেতানিয়াহুর চলমান মামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রেসিডেন্ট হেরজগ জানান, তিনি চলমান আইনি লড়াই প্রসঙ্গে অজ্ঞাত নন। তিনি বলেন, ‘আমি মোটেই এটিকে তুচ্ছ করে দেখছি না।’

আপনার মন্তব্য

আলোচিত