আন্তর্জাতিক ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৩ ১৫:৩৪

ভারতে নোট বাতিলের সিদ্ধান্তকে বৈধ বললেন সুপ্রিম কোর্ট

নোট বাতিলে ২০১৬ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপের পক্ষে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (২ জানুয়ারি) ভারতের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, নোট বাতিলের সিদ্ধান্ত আইনত বৈধ ছিল।

রায়ে আরও বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের উচিত কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সঙ্গে আলোচনা করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া এবং আরবিআইয়ের সঙ্গে ছয় মাস ধরে আলোচনার পরেই নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

নোট বাতিলে মোদি সরকারের পদক্ষেপে বৈধতা দেওয়ার পাশাপাশি এই পদক্ষেপবিরোধি সব মামলাও খারিজ করে দিয়েছেন ভারতের শীর্ষ আদালত। খবর এনডিটিভি ও ওয়ান ইন্ডিয়ার

২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের বিজ্ঞপ্তি জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। সেই সময় ৫০০ রুপি ও ১ হাজার রুপির নোট বাতিল করা হয়। পরে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে ৫৮টি আবেদন দাখিল করা হয়।

প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি এক হলফনামায় সুপ্রিম কোর্টকে জানায়, নোটবাতিলের বিষয়টি একটি ‘সুবিবেচিত’ সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ছিল জাল নোট, সন্ত্রাসে অর্থ বিনিয়োগ, অপ্রদর্শিত অর্থ ও কর ফাঁকির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বৃহত্তর কৌশলের অংশ।

আপনার মন্তব্য

আলোচিত