আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩ ১১:৫৬

ইউক্রেনে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি

কয়েক মাসের গড়িমসির পর যুক্তরাষ্ট্র এবং জার্মানি ইউক্রেনে ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিয়েভ মনে করে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি অনেকটাই বদলে দেবে এই পশ্চিমা সামরিক সহায়তা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অচিরেই কমপক্ষে ৩০টি অত্যাধুনিক এম-১ অ্যাব্রামস ট্যাংক পাঠানোর পরিকল্পনা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। জার্মানির নেতা চ্যান্সেলর ওলাফ শুলজও অন্তত ১৪টি আলোচিত লেপার্ড-২ ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এ খবরটিকে ‘আরেকটি নির্লজ্জ উসকানি’ বলে উড়িয়ে দিয়েছেন।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের যুদ্ধাস্ত্রের সরবরাহ তাদের বাহিনীকে রুশদের দখল করা ভূখণ্ড ফিরিয়ে নিতে সাহায্য করতে পারে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও জার্মানি বিভিন্ন কারণ দেখিয়ে ইউক্রেনে তাদের উন্নত ট্যাংক পাঠানোর জন্য অভ্যন্তরীণ এবং বৈদেশিক চাপ ঠেকিয়ে আসছে।

ওয়াশিংটন বলছে, অ্যাব্রামস অতি উচ্চ প্রযুক্তির বলে এটি ব্যবহারের জন্য ব্যাপক প্রশিক্ষণ প্রয়োজন। এর দামও অনেক। অন্যদিকে বার্লিন ইউক্রেনকে বিশেষ ধরনের সহায়তা দিয়ে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সরাসরি সংঘাতে জড়িয়ে না পড়তে সতর্ক।

আপনার মন্তব্য

আলোচিত