সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০২৩ ১১:২৯

সংকটে পাকিস্তান, রিজার্ভ মাত্র ২৯২ কোটি ডলার

ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার আরও কমেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, গত ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটির রিজার্ভ নেমে এসেছে ৩০০ কোটি ডলারের নিচে।

দক্ষিণ এশিয়ার দেশটির কাছে সঞ্চিত বৈদেশিক মুদ্রা দিয়ে দুই সপ্তাহের কিছু বেশি সময়ের আমদানি ব্যয় মেটানো যাবে।

স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) তার সাপ্তাহিক আপটেডে জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সমাপ্ত হওয়া সপ্তাহে বৈদেশিক ঋণ পরিশোধের কারণে রিজার্ভ থেকে ১৭ কোটি ডলার কমেছে। এর ফলে রিজার্ভ এসে ঠেকেছে ২৯২ কোটি ডলারে।

বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন আশঙ্কাজনক হারে কমে যাওয়ার ফলে পাকিস্তানের ঋণখেলাপি হওয়ার ঝুঁকি বাড়ছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে অর্থনৈতিক সহায়তা প্যাকেজের অর্থ পেতে ১০ দিন ধরে চলা আলোচনায় কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

পাকিস্তানের সঙ্গে গত ৩১ জানুয়ারি থেকে আলোচনা শুরু করে আইএমএফের প্রতিনিধিদল, যেটা শেষ হয় বৃহস্পতিবার।

চলমান অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে আইএমএফের কাছে ৬৫০ কোটি ডলার অর্থ সহায়তা চেয়েছে পাকিস্তান।

বৈঠকে আইএমএফের স্টাফ পর্যায়ে কোনো চুক্তি হয়নি, তবে দুই পক্ষই বেশ কিছু ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছে, যেগুলো আর্থিক সহায়তা চুক্তি বাস্তবায়নে সহায়তা করতে পারে।

আমদানি ব্যয় বৃদ্ধি, কম রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো অর্থ কমে আসায় গত ১৮ মাস ধরে পাকিস্তানের রিজার্ভ ধারাবাহিকভাবে কমে আসছে।

আপনার মন্তব্য

আলোচিত