আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০২৩ ২০:১২

হুগলি নদীতে ডুবল বাংলাদেশি কার্গো জাহাজ

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় হুগলি নদীতে বাংলাদেশের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কলকাতা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নিশ্চিন্তপুর নামের একটি এলাকায় জাহাজডুবির ঘটনাটি ঘটে।

ডুবে যাওয়া জাহাজটিতে ফ্লাইঅ্যাশ বহন করা হচ্ছিল। নদীতে আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে বাংলাদেশি জাহাজটি ডুবে যায়।

পুলিশ জানায়, ডুবে যাওয়া জাহাজটির নয় জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাদেরকে কুলপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জাহাজটির প্রতিনিধিদের একজন বলেন, ক্ষতিগ্রস্ত জাহাজটির ইঞ্জিনরুমে পানি ঢুকে গেছে। তবে এটি এখনো উদ্ধার করা সম্ভব।

আজ ভোরে জাহাজটি বাংলাদেশের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার সময় নদীর ওই এলাকাটি কুয়াশায় ঢাকা ছিল।

পুলিশ সূত্র জানায়, জাহাজ থেকে উদ্ধার হওয়া নয়জনকে দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত