আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে, ২০২৩ ১৪:৩৭

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখন্ড

ভারতের উত্তরাখন্ড রাজ্যের চামোলি শহরে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে এ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এই রাজ্যে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুর গভীরতা ছিল ভূমি থেকে মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কারণে কিছু বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা সেই জেলায় জরুরি উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে কাজ শুরু করে দেন। তবে বড় ধরনের কোনো দুর্যোগ হয়নি।

দেশটির সংবাদমাধ্যম মিন্টের অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।

পার্বত্য এই রাজ্যটি ভূমিকম্প-প্রবণ এলাকায় অবস্থিত বলে সেখান থেকে প্রায় মৃদু ও মাঝারি কম্পনের খবর পাওয়া যায়।

এর আগে, মার্চের শুরুতে ১২ ঘণ্টার ব্যবধানে তিন ধফায় কেঁপে ওঠে রাজ্যটি।

এদিকে প্রতিবেশী বাংলাদেশের রাজধানীসহ আশপাশের এলাকায় শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়। শুক্রবার (৫ মে) সকাল ৫.৫৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকার সিটি সেন্টার থেকে ৪২ কিলোমিটার দক্ষিণ পূর্বে দোহারে। যার গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

আপনার মন্তব্য

আলোচিত