সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ ১২:৪১

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৩৪

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সাতজন সেনা সদস্য। বাকিরা গ্রামবাসী।

বুধবার (২৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সতর্ক গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি জানান, সোমবার বিকালে রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এ হামলা ঘটে।

লাওয়ালি জোনাই নামে একজন বাসিন্দা জানান, ওই হামলায় ২৭ গ্রামবাসী নিহত হয়েছেন। গ্রামবাসীর বাইরে সাত সেনা সদস্য তাদের হামলায় প্রাণ হারান। বন্দুকধারীদের ভয়ংকর ওই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ভারী অস্ত্রধারী অপরাধী লোকদের দলগুলো স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। গত তিন বছরে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। হাজার হাজার মানুষকে অপহরণ করেছে। শত শত লোককে হত্যা করেছে। কিছু এলাকায় ভ্রমণ করা অনিরাপদ করে তুলেছে বন্দুকধারীরা।

বন্দুকধারীদের আক্রমণগুলো নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করছে।

১৪ বছর ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করছেন পশ্চিম আফ্রিকার দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত