সিলেটটুডে ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:২৩

জাপানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

পূর্ব এশিয়ার দেশ জাপানে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার ভূমিকম্প সৃষ্ট হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে দেশটির ইজু দ্বীপপুঞ্জের কাছে এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামির সতর্কতা জারি করেছে জাপানের স্থানীয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার বরাত দিয়ে প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের জেরে ইজু দ্বীপপুঞ্জে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে সকাল ৯টার দিকে এক মিটার (৩.৩ ইঞ্চি) উচ্চতার সুনামি আশঙ্কা করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত