সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০২৫ ১০:২৯

দুর্নীতির অভিযোগের তদন্ত চান টিউলিপ

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিক মানদণ্ডবিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে তিনি ওই আবেদন জানান।

তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভিন্ন রিপোর্ট প্রকাশের পর ব্যাপক বিতর্ক সৃষ্টির প্রেক্ষাপটে তিনি এই পদক্ষেপ নিলেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে একটি ফ্ল্যাট কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যবসায়ী ওই ফ্ল্যাটটি তার পরিবারকে দিয়েছিলেন। ২০০৪ সালের নভেম্বর মাসে এই ফ্ল্যাটটির মালিক হন টিউলিপ।

ওই সময় তিনি কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছিলেন। বর্তমানে তিনি ওই ফ্ল্যাট ভাড়া দিয়ে বছরে ১০,০০০ পাউন্ডের বেশি আয় করছেন, যা সংসদীয় রেকর্ডে উল্লেখ রয়েছে।

টিউলিপ সিদ্দিকের লন্ডনের ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর লেবার নেতা স্যার কিয়ার স্টারমারের নৈতিক মানদণ্ডবিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে এ বিষয়ে তদন্ত চালানোর দাবি জানানো হয়েছে।

টোরি এমপিরা বলছেন, ফ্ল্যাটটি টিউলিপের পরিবারের জন্য বাংলাদেশে তার খালার রাজনৈতিক দলের একজন মিত্রের পক্ষ থেকে আসলেই উপহার হিসেবে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

টিউলিপের পদত্যাগের দাবি ক্রমান্বয়ে জোরালো হওয়ার মধ্যেই গতকাল রবিবার রাতে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রী এখনো দুর্নীতি দমনবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রতি আস্থা রাখছেন।

মেইল অন সানডে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সিদ্দিক প্রথমে বলেছিলেন, উত্তর লন্ডনে অবস্থিত দুই বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা-মা কিনেছিলেন। তিনি এমপি হওয়ার আগে সেখানে বসবাস করতেন।

 

আপনার মন্তব্য

আলোচিত