
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১৪
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ মারা গেছেন। রিয়াদে মঙ্গলবার সকালে ৮২ বছর বয়সে তিনি মারা যান। সৌদি আরবের রাজ দরবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
আবদুল আজিজ আল-শেখ ১৯৮২ সালে আরাফা প্রাঙ্গণের ঐতিহাসিক নামিরাহ মসজিদে ইমাম ও ধর্মপোদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত টানা ৩৪ বছর আরাফাতের ময়দানে পবিত্র হজের খুতবা পাঠ করেছিলেন।
১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন বাজের মৃত্যুর পর আল-শেখকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিয়োগ করা হয়েছিল।
রাজ দরবারের এক বিবৃতিতে বলা হয়েছে, “শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে সৌদি আরবসহ গোটা মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেমকে হারাল, যিনি ইসলাম ও মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।”
সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার আসরের নামাজের পর রিয়াদে ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া, মক্কার গ্র্যান্ড মসজি, মদিনার মসজিদে নববীসহ দেশের সব মসজিদেও গায়েবানা জানাজার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।
তার মৃত্যুতে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। মৃতের পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনাও জানিয়েছেন তারা।
আপনার মন্তব্য