
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৪
সিলেট নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতার নাম সালমান খান রাজিক (১৯)। তিনি মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলা এলাকার বাসিন্দা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আজ তাকে আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
আপনার মন্তব্য