নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০২

শামসুদ্দিন হাসপাতালের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চারটি পদে ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে একটি চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের পদ ব্যবহার করে এই নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়া দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রদানকারী, রিপোর্ট ডেলিভারী কাউন্টার, টিকেট কাউন্টার ও বিলিং কাউন্টার পদের জন্য জীবন বৃতান্ত আহ্ববান করা হলো। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে এসব জীবন বৃতান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সনদ জমা দিতে হবে।

তবে এমন নিয়োগ বিজ্ঞপ্তিকে ভূয়া জানিয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, আমরা এমন কোনো নিয়োগ পদ্ধতি প্রচার করিনি। তাই কাউকে এই ফাঁদে পা না দেওয়ার আহবান জানানো হলো।

আপনার মন্তব্য

আলোচিত