সুনামগঞ্জ প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২০

সুনামগঞ্জে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

 সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে তুষার মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার প্রথমে লাশটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

নিহত তুষার মিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার কনিষ্ঠ ছেলে। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তিনি মানসিকভাবে অস্থির ও হতাশাগ্রস্ত ছিলেন। তবে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, পরিবারের আবেদন ও সন্দেহ না থাকায় উদ্ধর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত