
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:১৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্মশানঘাট এলাকায় ধরা পড়েছে এক বিশাল অজগর সাপ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেটি রোডের দেবনাথ শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ১৪ ফুট লম্বা অজগর সাপটি। আতঙ্কে শ্রমিকরা কাজ ছেড়ে সরে দাঁড়ান।
পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে অজগরটির উপস্থিতি নিশ্চিত করেন।
স্বপন দেব জানান, সাপটির ওজন প্রায় ২৪ থেকে ২৫ কেজি।
পরবর্তীতে অজগরটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের মতে, আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটের কারণে মাঝেমধ্যেই এ ধরনের সাপ মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে।
আপনার মন্তব্য