নিউজ ডেস্ক

০২ মে, ২০১৬ ০৯:৪৩

ভূমিকম্পের ১৩ দিন পর জীবিত উদ্ধার!

ভূমিকম্পের দুই সপ্তাহ পরে ধ্বংসস্তুপ থেকে কেউ জীবিত উদ্ধার হবেন, এমন আশা বোধহয় অতি আশাবাদি কোনো মানুষও করবেন না। কিন্তু এমন ঘটনায় ঘটেছে ইকুয়েডরে।

লাতিন আমেরিকার দেশটিকে কয়েকদিন আগে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল উঠেছিলো। ভূমিকম্পের সেই ধ্বংসস্তুপ থেকে ১৩ দিন পর জীবিত উদ্ধার হলো ৭২ বছর বয়সী এক বৃদ্ধ।

গতকাল শনিবার লাতিন আমেরিকার আরেক দেশ ভেনেজুয়েলা এ ঘোষণা দিয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে। ইকুয়েডরের রাজধানী কুইতোতে অবস্থিত ভেনেজুয়েলার দূতাবাস জানিয়েছে, ভেনেজুয়েলার একটি উদ্ধারকারী দল ম্যানুয়েল ভাসকুয়েজ নামের ওই বৃদ্ধকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করে।

দূতাবাস থেকে জানানো হয়, উদ্ধারকর্মীরা গত শুক্রবার মানাবি প্রদেশে ভবনের কাঠামোগত ত্রুটির বিষয়টি পরীক্ষা করছিলেন। এ সময় তারা একটি ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পান। পরে সেখান থেকে ম্যানুয়েল ভাসকুয়েজকে উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা তাকে হাসপাতালে ভর্তি করেছেন। তার কিডনির সমস্যা হয়েছে, পায়ের আঙুল ভেঙে গেছে এবং পানিশূন্যতা দেখা দিয়েছে। এই ভূমিকম্পে দেশটিতে ৬৬০ জন প্রাণ হারিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত