আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০১৬ ১৪:৪১

পশ্চিমবঙ্গে বোমা তৈরির সময় নিহত ৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবার বোমা বানাতে গিয়ে এর বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

গতকাল রোববার রাতে মালদা জেলার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা গেছে। 

বোমা বিস্ফোরণে নিহতরা হলেন স্থানীয় তৃণমূলশাসিত পঞ্চায়েত সদস্য কালাম শেখ এবং তৃণমূলকর্মী সিমু শেখ, ইসরায়েল শেখ ও সুখু শেখ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে জয়েনপুর গ্রামের স্থানীয় এক তৃণমূল নেতার পরিত্যক্ত বাড়িতে বসে বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আর ঘটনায় আহত অপর তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

তবে আহতদের পরিবার দাবি করেছে, দুষ্কৃতকারীরা বাইরে থেকে বোমা ছুড়েছে। 

মালদা জেলার পুলিশ সুপার ওয়াথের রেজা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তে নেমেছে পুলিশ। এরই মধ্যে পুলিশ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বোমা বিস্ফোরণের ঘটনায় মালদা জেলা তৃণমূলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনায় নিহত ও আহতদের সবাই তৃণমূলের সমর্থক। 

এর আগে প্রচারে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বোমাশিল্প চলছে। গতকাল রোববারের ঘটনা তাঁদের সেই বক্তব্যেরই সমর্থন করছে বলে দাবি বিজেপির। 

আপনার মন্তব্য

আলোচিত