সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৭ মে, ২০১৬ ১৪:৪৪

ফিজিতে আঘাত হেনেছে ৬.৮ মাত্রার ভূমিকম্প

দক্ষিন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজিতে আঘাত হেনেছে ৬.৮ মাত্রার ভূমিকম্প। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০ টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির এনদিউই দ্বীপের ১৯ কিলোমিটার দক্ষিনে এবং টোঙ্গা রাজ্যের নুকু এলোফা থেকে ৩৬২ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৭২ কিলোমিটার গভীরে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর সিনহুয়ার।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে দেশটির এনদিউই দ্বীপের ১৯ কিলোমিটার দক্ষিণে এবং টোঙ্গা রাজ্যের নুকু অ্যালোফা থেকে ৩৬২ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।
এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৭২ কিলোমিটার গভীরে। - See more at: http://www.kalerkantho.com/online/world/2016/05/27/363051#sthash.W9tQb4g9.dpuf

আপনার মন্তব্য

আলোচিত