অনলাইন প্রতিবেদক

০৩ জুন, ২০১৬ ১২:৪৪

বাংলাদেশ ও পাকিস্তানের হিন্দু ধর্মাবলম্বীদের ভারতে নাগরিকত্বের সুযোগ

বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে পাড়ি জমানো হিন্দু ধর্মাবলম্বীরা সেদেশে নাগরিকত্ব পেতে যাচ্ছেন।

ধর্মীয় কারণে হত্যা হতে পারে এমন ভয়ে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা নাগরিকত্ব পাবেন। নাগরিক আইনের বড় ধরনের সংস্কার করে এমন সংশোধনী আনতে যাচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নাগরিক আইন ১৯৫৫’র সংশোধনের ফলে তারা এ সুবিধা পাবেন।

নরেন্দ্র মোদির সরকার দ্ব্যর্থহীনভাবে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই এ সংশোধনী আনছে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া প্রায় দুই লাখ হিন্দু এ সুবিধার আওতাধীন থাকবে। তাদের এতদিন দ্বিতীয় শ্রেণির নাগরিক মর্যাদা দেওয়া হত। মুসলমান শরণার্থীদের নিরুৎসাহিত করা হলেও এ সিদ্ধান্ত শুধু হিন্দুদের সহায়তা করা হবে।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপি তাদের ইশতেহারে বলা হয়েছিল, হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। মোদি সরকার এর মধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। নাগরিকত্ব পাওয়ার আগ পর্যন্ত তাদের দীর্ঘ মেয়াদি ভিসা দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত