সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৬ ১৮:৫৬

মুহাম্মদ আলীর কয়েকটি স্মরণীয় বাণী

তিনি ছিলেন সাম্প্রদায়িকতা বিরোধী। বর্ণবাদ ও যুদ্ধবাজির বিরুদ্ধেও বলিষ্ঠ কণ্ঠস্বর। মানবতার পক্ষে নিবেদিতপ্রাণ একজন কর্মী। মানুষের জয় গান গেয়েছেন চিরকাল। মার্কিন নাগরিক হয়েও খোদ মার্কিন যুদ্ধবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। সৃষ্টি করেছিলেন এক ঐতিহাসিকতা। তিনি সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ তিনবারের হ্যাভিওয়েটের বিশ্বচ্যাম্পিয়ন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। 

এই কিংবদন্তি ১৯৭৮ সালে বাংলাদেশ সফর করেন। সারাবিশ্বের মতো এদেশেও রয়েছে তার লাখো-কোটি ভক্ত। সবুজ-শ্যামল ও শান্তিকামী বাংলাদেশ ভ্রমণে এসে মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন, ‘স্বর্গে যেতে চাইলে বাংলাদেশে যাও।’ 

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী বিশ্ববাসীর জন্য বলে গিয়েছিলেন অনেক কিছু। এমন কয়েকটি বাণী তুলে ধরা হলো:

'আমার জীবনের সবচেয়ে কঠিন লড়াই ছিল, আমারই প্রথম জীবনের সঙ্গে।’

‘বক্সিংয়ে আমি হচ্ছি নভোচারী। জু লুইস ও ডেম্পসি ছিল কেবল জেট পাইলট। আমিই আমার বিশ্ব’

‘যদি তুমি কখনও স্বপ্নে দেখো আমাকে মারছো, তাহলে তোমার উচিত জেগেই ক্ষমা প্রার্থনা করা।’

‘আমি জানি, আমি কোথায় যাচ্ছি এবং আমি জানি সত্যটা কী। তুমি আমাকে যা হতে দেখতে চাও, আমি তা হতে পারি না। বরং আমি যা চাই, তা-ই হতে পারি।

‘আমি চাই মানুষ সবাই সবাইকে ভালোবাসবে, একইভাবে আমাকেও ভালোবাসবে। এভাবেই সুন্দর পৃথিবী গড়ে উঠবে।’

‘মৃত্যুর চেয়ে আমি বরং এই জীবনের শাস্তি ভোগ করতে চাই।’

আপনার মন্তব্য

আলোচিত