আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০১৬ ১৫:২৮

আফগানিস্তানে জঙ্গী হামলায় যুক্তরাষ্ট্রের ফটোসাংবাদিকসহ নিহত ৩

আফগানিস্তানে তালেবানের হামলায় যুক্তরাষ্ট্রের একজন ফটোসাংবাদিকসহ তিনজন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের মাধ্যমে এ খবর পাওয়া যায়।

রোববার দুপুরে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আফগান সেনাবাহিনীর একটি গাড়িতে করে যাওয়ার সময় তারা হামলার শিকার হন বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন। 

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র শাকিল আহমেদ তাসাল রয়টার্সকে জানিয়েছেন, ফটোসাংবাদিক ডেভিড গিলকে (৫০) ও আফগান অনুবাদক জাবিহউল্লাহ তামান্না একটি সামরিক যানে প্রাদেশিক রাজধানী লস্কর ঘা ও মারজাহ্ হয়ে একটি অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। এ সময় তালেবানের ছোঁড়া একটি ৮২ মিলিমিটারের রকেট তাদের বহনকারী হুমভিটিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনজন।

তবে গাড়িতে থাকা অপর দুই মার্কিন সাংবাদিক টম বোমান এবং মোনিকা এভস্তাতিয়েভা অক্ষত রয়েছেন।

ডেভিড গিলকে আফগানিস্তান ছাড়াও বিশ্বের বিভিন্ন সংঘাতময় এলাকায় কাজ করে খ্যাতি কুড়িয়েছিলেন, অনেক পুরস্কারও অর্জন করেছিলেন তিনি। নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর থেকেই তিনি ইরাক ও আফগানিস্তানের লড়াই-সংঘর্ষ কভার করে আসছিলেন বলে জানিয়েছেন এনপিআর এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে ২৭ জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট।

আপনার মন্তব্য

আলোচিত