সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৪ জুন, ২০১৬ ১১:২২

ইইউকে বিদায় জানালো ব্রিটেন : ৫২ শতাংশ ভোটে জয়ী ‘লিভ’

ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ) থেকে শেষ পর্যন্ত বেরিয়েই গেল ব্রিটেন। বৃহস্পতিবার (২৩ জুন) হওয়া গণভোটে ৫১.৯ শতাংশ ভোট দিয়ে ঐতিহাসিক রায় দিল জনগণ।

ইইউতে থাকা না থাকার প্রশ্নে ব্রিটেন জুড়ে বৃহস্পতিবার (২৩ জুন) হওয়া গণভোটের গণনার প্রথম দিকে ইইউতে থাকার পক্ষে বিপক্ষে  হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত ‘লিভ’ জয়ী হলো।

বিবিসি'র সংবাদে প্রকাশ, শুক্রবার ( ২৪ জুন) সকালে গণনা শেষে 'লিভ' এর পক্ষে  প্রাপ্ত ভোট ১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ৭৪২ ভোট (৫২ শতাংশ) অপরদিকে ইইউপন্থীরা পেয়েছে ১ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৪১ ভোট (৪৮ শতাংশ)।

এবারের এই গণভোটে ভোট পড়েছে ব্যাপক। এমনকি ব্রিটেনের গত সাধারণ নির্বাচনেও এত ভোট পড়েনি।

Nigel Farage told reporters that he thought the Remain camp had 'edged' the contest. He said the government's decision to extend the deadline for voter registration could have swung the result and pledged that the Eurosceptic 'genie will not be put back in the bottle'

ব্রেক্সিট ভোটকে কেন্দ্র করে ব্রিটেনের বিভিন্ন অংশের মধ্যে প্রবল মতপার্থক্যের আভাস মিলে আগে থেকেই। রাজধানী লন্ডন ও স্কটল্যান্ড ব্রেক্সিটের বিপক্ষে অবস্থান নিলেও ইংল্যান্ডের গ্রামাঞ্চল ও ওয়েলসের ভোটাররা শক্ত অবস্থান নেয় ব্রেক্সিটের পক্ষে।

Remain campaigners celebrated as the result came in for Gibraltar which voted In overwhelmingly. But it was downhill after that as Out won key battlegrounds

এদিকে ব্রেক্সিট বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কট্টর ব্রেক্সিটপন্থী হিসেবে পরিচিত ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতা নাইজেল ফ্যারাজ। গত ২০ বছর ধরেই ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করে আসছেন তিনি। এ বিজয়কে তিনি সাধারণ মানুষের বিজয় বলে অভিহিত করেছেন।

As the result in Sunderland gives Brexit a huge win, Leave campaigners in London celebrate with utter jubilation at a victory so big it indicates in the early stages that they may have the edge 

একই সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকেও পদত্যাগ করতে বলেছেন তিনি। ডেভিড ক্যামেরন গণভোটের আয়োজন করলেও ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে ব্যাপকভাবে প্রচারণা চালান তিনি। ছবি: ডেইলি মেইল।

আপনার মন্তব্য

আলোচিত