সিলেটটুডে ডেস্ক

০৩ জুলাই, ২০১৬ ২১:১১

‘বাংলাদেশ, উই আর উইথ ইউ’

গুলশানে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোকাহত পশ্চিমবঙ্গের বাঙ্গালিরাও। এই ঘটনায় নিহতের স্মরণে সেখানেও পালন করা হচ্ছে শোক কর্মসূচী। এসব কর্মসূচী থেকে বাংলাদেশের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনের সামনের গুলশানে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করেন সেখানকার মানুষ।

গুলশান হামলায় নিহতদের মধ্যে ভারতীয় তরুণী  তারিশি জৈনও রয়েছেন। যিনি ঢাকায়  এসেছিলেন গার্মেন্ট ব্যবসায়ী বাবার সঙ্গে ছুটি কাটাতে। তারিশি ছাড়াও এ হামলায় সকল নিহতদের জন্য প্রদীপ জ্বেলে শোক জানানো হয় রবীন্দ্র সদনের সড়কে।

'ভাষা ও চেতনা' নামের একটি সংগঠন এই আয়োজন করে। এতে কালো পোস্টারে লেখা ছিল- ‘বাংলাদেশ, উই আর উইথ ইউ’। প্ল্যাকার্ডে লেখা ছিলো- 'ঢাকা আর রক্ত নয়,' 'এত রক্ত আমরা রাখব কোথায়?'- এমন সব কথা।

এছাড়া শনি ও রোববার কলকাতার সব বাংলা দৈনিকের প্রধান শিরোনাম ছিল বাংলাদেশ। একাধিক নিবন্ধও প্রকাশিত হয়েছে ঢাকা হামলা ইস্যুতে।

আজ রোববার বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়ে বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে আনন্দবাজার, বর্তমান, আজকাল,  প্রতিদিন এর মতো শীর্ষ পত্রিকা।

আপনার মন্তব্য

আলোচিত