সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬ জুলাই, ২০১৬ ১১:০৮

এরদোয়ান সরকারের পাশে ওবামা

সেনা অভ্যুত্থানের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাইজ থেকে পাঠানো এক বিবৃতিতে তুরস্ক সরকারকে সমর্থন দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিবৃতিতে ওবামা বলেছেন, সবার উচিৎ তুরস্কের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে সমর্থন করা।

রক্তপাত এবং সংঘর্ষ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। দেশটিতে অবস্থানরত আমেরিকার নাগরিকদের নিরাপত্তার কথাও বলেছেন ওবামা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে তুরস্কে সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে সেনাবাহিনীর একাংশ। সেনাবাহিনীর ওই অংশটি তুরস্কের ডানপন্থী সরকার উচ্ছেদের দাবিও করেছে। তবে সেনাবাহিনীর এ দাবি নাকচ করে দিয়েছে দেশটির সরকার।

এ অভ্যুত্থানে ইস্তাম্বুল ও আঙ্কারায় গোলাগুলি ও বিস্ফোরণে  ১৭ পুলিশসহ ৬০ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া অভ্যুত্থানে জড়িত  ৩৩৬ সেনা সদস্যকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে

আপনার মন্তব্য

আলোচিত