সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩ আগস্ট, ২০১৬ ২০:৪১

শর্মিলার পর একই দাবিতে অনশনে বসলেন রোবিতা

ভারতে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা আফস্পা প্রত্যাহারের দাবিতে এবার আমরণ অনশনে বসলেন রোবিতা লেইমা নামে এক নারী।

১৬ বছর অনশন করে ইরম চানু শর্মিলা ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন রোবিতা লেইমা। মণিপুরী সম্প্রদায়ের এই নারীর বয়স ৩২ বছর। দুই সন্তানের জননী হয়ে এবার শর্মিলার ফেলে আসা পথে যুক্ত হলেন তিনি।

আজ শনিবার থেকে অনশন শুরু করেছেন রোবিতা। ইম্ফলের কমিউনিটি হলে বসে আমরণ অনশন করে আফস্পা আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন রোবিতা।

রোবিতা বলেছেন, আমি শুধু আফস্পার মতো ভয়ঙ্কর আইন প্রত্যাহার হোক, সেটাই চাই না। আমি চাই রাজ্যে 'ইনার লাইন পারমিট' ব্যবস্থাও যেন চালু হয়।

ইরম শর্মিলার প্রতি তার শ্রদ্ধার কথা ব্যক্ত করে রোবিতা জানিয়েছেন, শর্মিলার পরে এখন তিনি সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যান।

মণিপুরের বিভিন্ন নারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে রোবিতাকে অনুরোধ করা হয়েছিল অনশন না করতে। রোবিতার কারন, রোবিতার দুটি শিশু সন্তান আছে। দুই মেয়ের বয়স যথাক্রমে ১০ ও ৪ বছর।

তবে পরিবারকে সরিয়ে রেখে রোবিতা তার সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভেঙে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছেন মণিপুরের লৌহমানবী ইরম চানু শর্মিলা। আফস্পা আইন প্রত্যাহার করতে চেয়ে এ দীর্ঘসময় অনশন চালিয়েছিলেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত