আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৪

আইএসের হামলা পরিকল্পনা নস্যাৎ করলো ফরাসি পুলিশ

ফ্রান্সে আইএস এর নির্দেশনায় হামলা চেষ্টা নস্যাৎ করে ঘটনায় জড়িত ৩ নারীকে আটক করেছে ফরাসি পুলিশ। তাদের আটক করার সময় ছুরিকাঘাতে ১ পুলিশ আহত হয়। পরে পুলিশের গুলিতে সন্দেহভাজনদের একজনও আহত হয়।

আইএসের সঙ্গে জড়িত এই ৩ নারী গ্যাসভর্তি সিলিন্ডারসহ গাড়ি নিয়ে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালের সামনে পুলিশের হাতে ধরা পড়ে।

ইনেস মাদানি নামের আটক একজন কয়েকবার সিরিয়ায় আইএস যোগদানের চেষ্টা করেছিল। সারাহ্ নামের অপর নারী জুনে দুই পুলিশ হত্যাকারী ল্যারোসি আব্বালা এবং জুলাইয়ে একটি গীর্জায় ক্যাথলিক যাজক হত্যার সাথে জড়িত আইএস জঙ্গি আদেল কারমিশের সঙ্গে ঘনিষ্ঠ ছিল বলে জানিয়েছেন প্যারিসের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফ্রাঁসোয়া মলিনস। 

তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, গুলিতে আহত ইনেস মাদানি ওই গাড়িটির মালিক আমেলের মেয়ে। তার কাছ থেকে জঙ্গি সংগঠন আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করা একটি চিঠি জব্দ করা হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলান্দ বলেছেন, তারা সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা বানচাল করে দিতে সফল হয়েছেন।

 

আপনার মন্তব্য

আলোচিত