সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১১

নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নেবে সৌদি আরব

বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নিয়োগে অনুমোদন দিয়েছে সৌদি আরবের শুরা কাউন্সিল। এতোদিন বাংলাদেশ থেকে পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা ছিলো।

সোমবার রিয়াদে অনুষ্ঠিত শুরা কাউন্সিলের ৪৯তম সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বুধবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শুরা কাউন্সিলের প্রশাসন ও মানবসম্পদ বিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাগাদি দেশটিতে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের সুপারিশ করেন। পরে কাউন্সিল তা অনুমোদন করে।

এ ব্যাপারে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসি বলেন, “এতে দুই দেশই লাভবান হবে। পুরুষ গৃহকর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া দেশ দু'টির দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিকে নির্দেশ করে।”

তিনি জানান, “সৌদি আরব গত বছরের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি নারী গৃহকর্মী নিয়োগ দিতে শুরু করে। দেশটিতে কর্মরত ১৩ লাখ বাংলাদেশির মধ্যে গৃহকর্মীর সংখ্যা ৬২ হাজার। গড়ে প্রতিমাসে ছয় হাজার নারী গৃহকর্মী দেশটিতে আসেন। সৌদি আরবের বিভিন্ন সেক্টরে প্রায় ৪৮টি ক্যাটাগরিতে বাংলাদেশিরা কাজ করছেন।”

আপনার মন্তব্য

আলোচিত