সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৯

আসামের কাছাড় থেকে তিন বাংলাদেশিসহ ৬ ‘জঙ্গি’ গ্রেপ্তার

ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলা থেকে জঙ্গি সন্দেহে ৩ বাংলাদেশিসহ ৬ সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করার খবর দিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন।

পত্রিকাটির অনলাইন সংস্করণের খবরে বলা হয়, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জঙ্গিদের  প্রত্যেকের নাম আছে খাগড়াগড়-কাণ্ডের চার্জশিটে।

গ্রেফতার যুবকদের মধ্যে অন্যতম জাবিদুল ইসলাম৷ তার সঙ্গে জামায়াতে ইসলামির যোগাযোগ আছে বলে কলকাতা পুলিশের ভাষ্য। এছাড়া গ্রেপ্তার হওয়া অন্য বাংলাদেশিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য। বাকি তিন জঙ্গি ভারতীয় নাগরিক। তারা বেশ কিছুদিন থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পালিয়ে বেড়াচ্ছিল।

কলকাতা পুলিশের বরাতে সংবাদ প্রতিদিন জানায়, জাবিদুলের থেকে প্রচুর জালনোট উদ্ধার করা হয়েছে৷ এছাড়া জঙ্গিদের থেকে ল্যাপটপ, মোবাইল, পাউডার, ডেটোনেটর ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের৷ দূর্গাপুজার আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলেই অনুমান গোয়েন্দাদের৷

আপনার মন্তব্য

আলোচিত