আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৬ ১৩:১৬

কাশ্মিরে আবারও হামলায় এক সেনা নিহত, আহত ৮

কাশ্মিরে আবারও হামলা চালিয়েছে জঙ্গিরা। এবার তা হয়েছে খোদ রাজধানী শ্রীনগরে। সশস্ত্র সীমা বল-এসএসবি এর এক সদস্য হত্যা ও ৮ জনকে জখম করে উধাও হয়েছে জঙ্গিরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাতে এই হামলার ঘটনা ঘটে। 

২৯ সেপ্টেম্বরের ‘সার্জিক্যাল স্ট্রাইক’র আগে ও পরে মিলিয়ে গত ২৭ দিনে অন্তত ছ’টি বড় জঙ্গি হামলা হয়েছে জম্মু-কাশ্মীরে।

দুদিনে আগে পাম্পোরে জঙ্গি দমন অভিযান শেষে ভারতীয় গোয়েন্দারা হুঁশিয়ারি দিয়েছিলেন, পরের নিশানা হতে পারে শ্রীনগর। জঙ্গিদের একটি বড় দল সেখানে ঢুকেছে। শুক্রবার শ্রীনগরের লালচক ঘিরে ফেলে তল্লাশি চালায় বাহিনী। তবু হামলা ঠেকাতে পারেনি নিরাপত্তা বাহিনী।

আহত আট সেনা সদস্যের পাশাপাশি স্থানীয় পুলিশের তিন সদস্যের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, শ্রীনগরের অন্যপ্রান্তে আইনশৃঙ্খলা সামলানোর দায়িত্ব সেরে নিজেদের শিবিরে ফিরছিলেন এসএসবি ও জম্মু-কাশ্মীর পুলিশের কয়েকজন সদস্য। জাকুরা শিল্প এলাকায় তাদের গাড়ি লক্ষ্য করে হঠাৎ গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় তারাও। কিছুক্ষণ বন্দুকের লড়াইয়ের পরে জঙ্গিরা গা ঢাকা দেয়।

এদিকে সংঘর্ষে আহত ৯ জন জওয়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান এসএসবি সদস্য ঘনশ্যাম।

হামলার পর থেকে শ্রীনগরে প্রবেশ বা বের হওয়ার সব পথ বন্ধ করে দেয় নিরাপত্তাবাহিনী। সেখানে জারি রয়েছে চূড়ান্ত সতর্কতা।

আপনার মন্তব্য

আলোচিত