সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ অক্টোবর, ২০১৬ ১১:০০

হিলারি ক্ষমতায় এলে বিশ্বযুদ্ধ বাঁধাবেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে মূল দুই প্রার্থী একে অন্যকে আরও তীব্রভাবে সমালোচনা করছেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার বলেছেন, "সিরিয়া বিষয়ে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র নীতিবিষয়ক পরিকল্পনা তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে পারে।"

ট্রাম্প বলেন, "সিরিয়ার আকাশে নো ফ্লাই জোনের প্রস্তাব করেছিলেন হিলারি ক্লিনটন। এতে করে রুশ বিমান সেখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু অনেকের মতে, এর ফলে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ তৈরি হবে।"

ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরানোর চেয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশি নজর দেওয়া উচিত। কিন্তু হিলারির নীতি এর উল্টো ফলে তিনি তৃতীয় বিশ্ব যুদ্ধের কারণ হবেন।

আপনার মন্তব্য

আলোচিত