সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ অক্টোবর, ২০১৬ ১১:১০

নোবেল পাওয়ার খবরে বাকরুদ্ধ হয়েছিলাম, পুরষ্কার গ্রহণ করছি: ডিলান

সাহিত্যে নোবেল পাওয়ার পরই তাকে নিয়ে বিশ্বব্যাপী কত আলোচনা। নোবেল কমিটির সমালোচনা এসবের মধ্যেও কোথাও ছিলেন না বব ডিলান। নোবেল কমিটির ই-মেইলের জবাব দেন না, ফোন ধরেন না। শেষমেষ এক কমিটি সদস্য তো বলেই দিলেন বব ডিলান দাম্বিক, অভদ্র! তবে সবার জল্পনা কাটিয়ে প্রায় দুই সপ্তাহ পর মুখ খুলেছেন বব ডিলান।

গত ১৩ অক্টোবর পুরস্কার ঘোষণার ১৫ দিন পর বব ডিলান প্রথমবারের মত প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার  ডিলান নিজেই সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিয়ুসকে ফোন করেন নোবেল কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে।

দানিয়ুসকে ডিলান বলেন, “নোবেল পুরস্কার পাওয়ার খবর আমাকে বাকরুদ্ধ করেছে। আমি এই সম্মান গ্রহণ করছি।”

সাক্ষাৎকারে নিজের নোবেল পুরস্কার প্রাপ্তিকে ‘আশ্চর্যজনক, অবিশ্বাস্য’ বলেও মন্তব্য করেন আমেরিকান এই কবিয়াল।

“এটা বিশ্বাস করা কঠিন। কে এমন স্বপ্ন দেখতে পারে?”


‘আমেরিকার সংগীত ঐতিহ‌্যে নতুন কাব‌্যিক মূর্চ্ছনা সৃষ্টির’ জন‌্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তিকে এবার সাহিত‌্যে পুরস্কারের জন‌্য বেছে নেয় নোবেল কমিটি। মানবতাবাদি শিল্পী, গীতিকার হিসেবে পরিচিত বব ডিলান নানান সময়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের শরনার্থীদের জন্য নিউইয়র্কে আয়োজিত 'কনসার্ট ফর বাংলাদেশ'-এ গান পরিবেশন করেছিলেন বব ডিলান। এজন্য ২০১২ সালে বাংলাদেশ সরকারের পক্ষে তাকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানিত করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত