সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৯ নভেম্বর, ২০১৬ ২৩:৩৯

আশা করি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সফল হবেন: হিলারি

নির্বাচনে পরাজয়ের ধাক্কা সামলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়া থেকে বিরত ছিলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। বেশ কয়েকঘন্টা পর অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন তিনি।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হিলারি বলেন “এই ফল আমাদের মেনে নিতে হবে। ট্রাম্পই প্রেসিডেন্ট হচ্ছেন। খোলা মন নিয়ে তার প্রতি আচরণ করতে হবে এবং তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে।”

নিজের হতাশার কথাও লুকাতে পারেননি তিনি,  “এই ফল আমরা চাইনি। আমি দুঃখিত যে, যে মূল্যবোধ আমরা ধারণ করি এবং আমাদের দেশের জন্য যে স্বপ্ন দেখি তা নিয়ে আমরা জিততে পারিনি।”

সব ভুলে একসাথে কাজ করার কথা জানিয়ে হিলারি বলেন,  “গতরাতে আমি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছি এবং বলেছি, দেশের স্বার্থে তার সঙ্গে কাজ করব।”

“আমি আশা করি, সব আমেরিকানের জন্য তিনি একজন সফল প্রেসিডেন্ট হবেন।”

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বুধবার প্রকাশিত ফলাফলে জনপ্রিয় ও ইলেকটোরাল দুভাবেই হিলারিকে পরাজিত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ইলেকটোরাল কলেজের ৫৩৮টি ভোটের মধ‌্যে কোনো প্রার্থীকে ২৭০টি ভোট পেতে হয়। সর্বশেষ প্রাপ্ত ফলে ট্রাম্প জিতে নিয়েছেন ২৯০ ভোট। আর হিলারি পক্ষে এসেছে ২১৮ ভোট।  ৫০টি স্টেট ও রাজধানীতে জনগণের প্রতক্ষ্য ভোটেও বাজিমাত করেন ট্রাম্প।

আপনার মন্তব্য

আলোচিত