সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৬ ১২:২০

মোজাম্বিকে তেলবাহী লরি বিস্ফোরণ, নিহত ৭৩

মোজাম্বিকে একটি জ্বালানি তেলবাহী লরি বিস্ফোরণে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় টেটে প্রদেশের একটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

মালাওয়ি সীমান্তের কাছের ওই বিস্ফোরণে আহত হয়েছেন শতাধিক মানুষ। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলবাহী লরি থেকে গ্রামবাসীরা তেল নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আহতদের স্থানীয় টেটে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দরনগরী বেইরা থেকে তেল নিয়ে ওই লরিটি মালাওয়ির দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস।

বিশ্বের দরিদ্র দেশগুলোর অন্যতম মোজাম্বিকের দুই কোটি ৪০ লাখ মানুষের অর্ধেকের বেশিই দারিদ্র্য সীমার নিচে বাস করে।

পর্তুগালের কাছ থেকে ১৯৭৫ সালে স্বাধীনতা পায় মোজাম্বিক। তবে ১৯৯২ সালে শেষ হওয়া ১৬ বছরের গৃহযুদ্ধের প্রভাবে আর দাঁড়াতে পারেনি দেশটি।

আপনার মন্তব্য

আলোচিত