সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০১৬ ১১:০২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি

মানুষজনকে নিরাপদে সরে যাবার নির্দেশ দেওয়ার পর জাপানের রাস্তায় তৈরি যানজট

জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে এক মিটার উঁচু সুনামির ঢেউ আঘাত হেনেছে।

ভূমিকম্প আঘাত হানার পর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস প্রথম মাত্রা ৭.৩ জানালেও পরে তার জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৯। ভূমিকম্পের দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে সেন্দায় অঞ্চলে সাড়ে ৪ ফুট সুনামি রেকর্ড করা হয় বলে খবর দিয়েছে জাপান টাইমস।

তবে জাপানের কর্তৃপক্ষ বলছে এটি ৭.৪ মাত্রার ভূমিকম্প।

জাপান মেট্রোলজিক্যাল এজেন্সির খবর অনুযায়ী মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৬টায় জাপানে এই তীব্র ভূমিকম্প অনুভূত হয়।

ওই ভুমিকম্পের উৎসস্থল ছিলো ফুকুশিমা থেকে ৭০ কিলোমিটার দূরে। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি।

২০১১ সালের জাপানের ফুকুশিমাতেই ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর প্রলয়ঙ্করী সুনামিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় এবং তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ে। এতে কয়েক হাজার মানুষের মৃত‌্যুর পর সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। ফলে এখন ভূম্পিকম্প ও সুনামির মতো দুর্যোগে কমে এসেছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

আপনার মন্তব্য

আলোচিত