সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৩ নভেম্বর, ২০১৬ ১২:৫৯

জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনার শিরশ্ছেদ, অভিযোগ পাকিস্তানের দিকে

সীমান্তের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে পাকিস্তানি সেনারা ভারতের তিন সেনাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে একজনের শিরশ্ছেদ করা হয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর) ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাচিল সেক্টরে এ ঘটনা ঘটে।

এই ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা আরও বেড়ে গেছে। তিন সেনা হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ভারত।

ভারতের ভাষ্য, মাচিল সেক্টরে টহল দিচ্ছিলেন ভারতীয় সেনারা। এ সময় পাকিস্তান সেনাবাহিনীর বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়। তবে ভারতের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

প্রায় তিন সপ্তাহ আগে একই সেক্টরে ভারতের আরেক সেনার শিরশ্ছেদ করা হয়। ওই ঘটনার জন্যও পাকিস্তানকে দায়ী করে ভারত।

সূত্রঃ এনডিটিভি অনলাইন

আপনার মন্তব্য

আলোচিত