সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৬ ২০:৪০

পাকিস্তানে বিমানের নিরাপত্তায় ছাগল জবাই

বিমানের যাত্রীদের নিরাপত্তায় স্রষ্টার কৃপা লাভের আশায় বিমানবন্দরে কালো ছাগল জবাই করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএ। রবিবার (১৯ ডিসেম্বর) ইসলামাবাদের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এটিআর-৪২ ফ্লাইটের পাশে পিআইএ'র কর্মীরা ঐ ছাগল 'সদকা' দেন।

গত ৭ ডিসেম্বর বিমান দুর্ঘটনার পর যান্ত্রিক পরীক্ষার জন্য পিআইএ'র সবগুলো এটিআর-৪২ বিমানের উড্ডয়ন বন্ধ রাখা হয়। মর্মান্তিক সেই বিমান দুর্ঘটনায় বিমানের ৪৭ জন যাত্রী প্রাণ হারান।

পিআইএর ফ্লাইটগুলো যান্ত্রিক পরীক্ষার শুরুতেই যাত্রীদের কল্যাণ কামনা করে বিমানবন্দরে পশু কোরবানি দেয়া হলো বলে জানিয়েছে নিউজ ইন্টারন্যাশনাল। বিমানটি মুলতানের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং যাত্রী নিয়ে আবারো নিরাপদে ইসলামাবাদে ফিরে আসে।

যাত্রীদের নিরাপত্তায় পিআইএ’র এই অভিনব উদ্ভাবনে সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে। আসিম ইউসুফজাই নামের এক ব্যবহারকারী ছাগল জবাইয়ের ছবি পোস্ট করে লেখেন, পাকিস্তান বিমান দুর্ঘটনা রোধের নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। রাহুন রশিদ বলেন, কালো ছাগল বিমানকে নিরাপত্তা দেয় না, এর জন্য প্রয়োজন দক্ষতা। সূত্র : বিবিসি ও ব্যাংকক পোস্ট

আপনার মন্তব্য

আলোচিত