ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৭ ১৪:২৯

সু চি’র মুসলিম উপদেষ্টা খুন

বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন মিয়ানমারের বিখ্যাত মুসলিম আইনজীবী কো নি। তিনি দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ও নোবেল বিজয়ী নেত্রী অং সান সু চি’র আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বরত ছিলেন। মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গুলি করে বন্দুকধারীরা। এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারীকে।

পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার (২৯ জানুয়ারি) বিকেলে ইয়াঙ্গুন বিমানবন্দরে এ হত্যাকাণ্ড ঘটে। এসময় নি তার নাতিকে সাথে নিয়ে ইন্দোনেশিয়া সফর শেষে দেশে ফিরে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নি’র মৃত্যু হয়। এসময় গাড়িচালকও নিহত হন। তবে নি’র নাতি অক্ষত আছেন।

ঘটনার পর পরই বন্দুকধারী কাই লিনকে গ্রেফতার করা হয়। তার বয়স ৫৩ বছর ও তিনি দেশটির মান্দালয়ের বাসিন্দা। এখন হত্যাকাণ্ডের কারণ জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নি’র মেয়ে উইন নেওই খাইন জানান, মিয়ানমারের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব বিস্তারের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী অবস্থানের কারণে তার বাবা হত্যার হুমকি পেয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা তাকে সাবধান থাকতে বলেছিলাম। কিন্তু তিনি সবসময়ই তার চিন্তাকে সঠিক বলে বিশ্বাস করতেন।’

তার মতে, সংখ্যালঘু হওয়ার কারণে অনেক মানুষই তাদের শত্রু বলে মনে করতেন। কিন্তু এটাই এ হত্যাকাণ্ডের কারণ কিনা, সে বিষয়ে নিশ্চিত নন খাইন। ক্ষমতাসীন এনএলডি’র অন্যতম শীর্ষনেতা ইউ উইন বলেন, ‘মিয়ানমারবাসীর জন্য এটি একটি দুঃখজনক ঘটনা। নি’র হত্যাকাণ্ড দলের পাশাপাশি দেশের জন্যও বড় ক্ষতি।’

প্রসঙ্গত, দেশটির বিখ্যাত মুসলিম আইনজীবী নি এনএলডি’র উপদেষ্টার পাশাপাশি নব্য গঠিত মিয়ানমার মুসলিম আইনজীবী সমিতির একজন পৃষ্ঠপোষক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি সু চি’র পক্ষে সুপ্রিম কোর্টে বিভিন্ন সময় আইনি লড়াইয়ের সাথেও জড়িত ছিলেন। এনএলডি ক্ষমতায় যাওয়ার অনেক আগেই সংবিধান সংশোধনীর কাজ শুরুর সঙ্গে যুক্ত ছিলেন নি। মিয়ানমারে জাতীয় বিরোধ মেটাতে তিনি সংবিধান সংশোধনের জোরালো সমর্থনকারীদের মধ্যে অন্যতম। সূত্র: বিবিসি ও এবিসি নিউজ

 

আপনার মন্তব্য

আলোচিত