সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

৩০ জানুয়ারি, ২০১৭ ১৫:৪১

টেক্সাসের পুড়ে যাওয়া মসজিদ পুননির্মাণে হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিনরা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আগুনে পুড়ে যাওয়া মসজিদ পুননির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মার্কিন নাগরিকরা। পুননির্মাণ কাজের জন্য এখন পর্যন্ত তাদের কাছ থেকে সাহায্য এসেছে ছয় লাখ ডলার (চার কোটি ৬৮ লাখ টাকা)।

টেক্সাসের ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়া মসজিদটি পুননির্মাণের জন্য অনলাইনে অনুদান সংগ্রহ শুরু করে। তাঁদের লক্ষ্য ছিল ছয় কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করা। সাহায্য চাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যায়।

ইসলামিক রিসার্চ অব ভিক্টোরিয়ার প্রধান শহিদ হাসমি বলেন, "এটা অবিশ্বাস্য। আমরা খুবই কৃতজ্ঞ।"

উল্লেখ্য, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আগ্নিকাণ্ডে পুড়ে যায় ওই মসজিদ। টেক্সাসের হিউস্টন শহরের ১১৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভিক্টোরিয়া শহরে ওই মসজিদটির অবস্থান। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।

মসজিদ থেকে আগুনের শিখা বেরোতে দেখলে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। ততক্ষণে পুরো মসজিদটি আগুনে পুড়ে যায়।

এ ঘটনার তিন মাস আগে মসজিদটিতে চুরি হয়েছিল। এছাড়া সাত বছর আগে মসজিদটি আরো একবার সাম্প্রদায়িক হামলার শিকার হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত